গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহঃ
১। কমিউনিটি পুলিশিং ফোরামঃ
পুলিশি জনতা, জনতাই পুলিশ। এই নীতির উপর ভিত্তি করিয়া কমিউনিটি পুলিশের মাধ্যমে পুলিশ অপরাধ দমন করে।
৩। সার্ভিস ডেলিভারী অফিসারঃ
থানায় সার্বক্ষণিক ১ জন সার্ভিস ডেলিভারী অফিসার নিয়োজিত থাকে। জনগন আইন সংক্রান্ত বা অপরাধের ঘটনা সংক্রান্তে থানায় আসিলে সার্ভিস ডেলিভারী অফিসার তার বক্তব্য শ্রবন করিয়া আইনগত সহায়তা প্রদান করে।
৪। ওপেন হাউজ ডেঃ
প্রতিমাসে কমপক্ষে ১ দিন পুলিশ সুপার অথবা অতিরিক্ত পুলিশ সুপার মহোদ্বয় থানায় আসিয়া থানার সামনে পূর্ব থেকেই আয়োজিত জনগনের মাধ্যমে থানার আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখার ব্যপারে মতবিনিময় করেন জনগনের পরামর্শ নেওয়া হয় এবং জনগনকে আইন মাফিক চলার জন্য উপদেশ দেওয়া হয়।
৫। অপরাধদমন মূলক সভাঃ
থানাধীন গুরুত্বপূর্ণ বাজারে অপরাধ দমন সভা আয়োজন করিয়া জনসাধারণের সাথে মত বিনিময় করিয়া, অপরাধ দমন সংক্রান্ত কাজে জনগনকে উদ্বুদ্ধ করা হয় এবং অপরাধ দমনের জন্য জন সচেতনা সম্পর্কে আলোচনা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস